English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১১:৩১

শেরপুরে তুচ্ছ ঘটনায় খুন!

অনলাইন ডেস্ক
শেরপুরে তুচ্ছ ঘটনায় খুন!

শেরপুরে দুই প্রতিবেশীর মধ্যে তুচ্ছ ঘটনায় ঝগড়াকে কেন্দ্র করে একজন খুন হয়েছেন বলে জানা গেছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম বদন (৬৫)। বদন ওই এলাকার মৃত চিনু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বদনের সাথে প্রতিবেশী তোরমান ও জমসেদ আলী গংদের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিল। ঘটনার একদিন আগে বদন বিরোধপূর্ণ সীমানায় কিছু গোবর জমিয়ে রাখে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এসময় ওই গোবর দুই পক্ষই একে অপরের বাড়িতে ছিটাতে থাকে। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে দা-লাঠি নিয়ে শুরু হয় মারামারি। এতে গুরুতর আহত হন নাজিরুল ইসলাম বদন এবং তার ছেলে মোশারফ। পিতা-পুত্রকে হাসপাতালে নেয়ার পথে পিতা বদন মারা যায়।এই ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সদর থানার নয়া ওসি মুনসুর আহম্মদ।