English Version
আপডেট : ১৪ জুন, ২০২১ ১১:০১

কাদের মির্জার ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্ক
কাদের মির্জার ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অবরোধের নামে বাস-সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

সোমবার (১৪ জুন) সকাল ৮টা ৪০ মিনিটে বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে এক সমাবেশে এ আল্টিমেটাম ঘোষণা করেন তিনি।

সম্পর্কিত খবরবিমান বাহিনীর সদস্যদের মারধর, ছাত্রদল নেতা কারাগারেবহিষ্কারের ইঙ্গিত দিলেন কাদের মির্জাস্ত্রীর সঙ্গে অভিমান করে যুবলীগ নেতার আত্মহত্যাএ সময় কাদের মির্জা বলেন, গত কয়েকদিন ধরে অবরোধের নামে বিভিন্ন স্থানে বাস-সিএনজি ভাঙচুর হয়েছে। প্রকাশ্যে এসব বাস-সিএনজি থেকে চাঁদাবাজি করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এসব অরাজকতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে বুধবার কোম্পানীগঞ্জে অবরোধ থাকবে।

তিনি আরো বলেন, বুধবার কোনো বাস-সিএনজি বসুরহাট থেকে ছেড়ে যাবে না। এ সময় অটোরিকশা চলাচল করতে পারবে এবং সব দোকানপাট খোলা থাকবে। কোম্পানীগঞ্জে আগামী পরশু কঠিন অবরোধ পালিত হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পৌরসভায় দ্বিতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি।

স্থানীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে দলীয় প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধের ঘটনায় দুটি সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে ৩১ মার্চ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন কাদের মির্জা। পদত্যাগের ৪৫ দিনের মাথায় ১৬ মে তিনি ফের দলে ফিরে আসেন।