English Version
আপডেট : ১৩ জুন, ২০২১ ১৭:৩৩

রংপুরে হা-ডু-ডু খেলা, মানুষের উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্ক
রংপুরে হা-ডু-ডু খেলা, মানুষের উপচে পড়া ভিড়

রংপুরে গ্রামীণ ঐতিহ্য হা-ডু-ডু খেলা এখনো হারিয়ে যায়নি। পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের তালুক ইসাদ ডারার পাড় এলাকায় শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে হা-ডু-ডু প্রতিযোগিতা। এই খেলা উপভোগ করতে হাজারো মানুষের ঢল নামে।

খেলাটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহবুবার রহমান মাসুদ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই খেলাটি উপভোগ করতে দূর-দূরান্ত থেকে সহস্রাধিক নারী-পুরুষের ঢল নামে। খেলায় তালুক ইসাদ (নয়াটারী) একাদশকে পরাজিত করে চৌধুরাণীর রামচন্দ্রপাড়া একাদশ জয়লাভ করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বাবা মরহুম শহিদুল ইসলাম স্মরণে এই হা-ডু-ডু খেলার আয়োজন করে স্থানীয় ডারার পাড় যুব সমাজ। খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম।