English Version
আপডেট : ১৩ জুন, ২০২১ ১৩:৩৩

ভাঙ্গায় হামলায় গ্রাম্য চিকিৎসকসহ আহত ২

অনলাইন ডেস্ক
ভাঙ্গায় হামলায় গ্রাম্য চিকিৎসকসহ আহত ২

ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে শনিবার দিবাগত রাতে হামলায় গ্রাম্য চিকিৎসকসহ দুই ব্যক্তি আহত হয়েছে। 

তারা হলেন, চুমুরদী গ্রামের পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম ওরফে বাকা (৬৭) ও সলেমান মাতুব্বর (৪৫)। আহত দু’জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ হামলায় আহত হওয়ার ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম ওরফে বাকা বলেন, শনিবার দিবাগত রাত ৪টা ২০ মিনিটে চুমুরদী গ্রামের এক নারী (৫১) আমাকে ফোন করে তার অসুস্থতার কথা জানায় ও দ্রুত যেতে বলে। আমি চিকিৎসার সরঞ্জামাদি নিয়ে ওই বাড়ির প্রবেশ পথে গেলেই ওই নারীর দেবর সলেমান মাতুব্বর আমার গতিরোধ করে মারপিট করতে থাকে। এ সময় ওই এলাকার শুকুর আলী নামক এক ব্যক্তি আমার মাথায় চাপাতি দিয়ে কোপ দেয়। হামলায় আমার ৩টি দাঁত ভেঙ্গে যায়। আহতাবস্থায় আমাকে বেঁধে রাখে। খবর পেয়ে আমার ভাইয়েরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

অপর দিকে সলেমান মাতুব্বর বলেন, আমার বিধবা ভাবীর সাথে শফিকুল ইসলামের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় তিনি আমাকে মারধর করেন। আমি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং ওই চিকিৎসক জনরোষের শিকার হন।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।