English Version
আপডেট : ১৩ জুন, ২০২১ ১৩:০২

মানিকগঞ্জে ত্রাণ পঁচে যাওয়ায় ইউএনও শোকজ

অনলাইন ডেস্ক
মানিকগঞ্জে ত্রাণ পঁচে যাওয়ায় ইউএনও শোকজ

মানিকগঞ্জের সিংগাইরে ৩৩৩ জরুরী ত্রাণ সামগ্রী পঁচে যাওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লাকে শোকজ করা হয়েছে। রবিবার (১৩ জুন) জেলা প্রশাসক এস.এম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, মহামারি করোনা কালিন সময়ে দুস্থদের জন্য গত ৩ মে ১২১ স্মারকমূলে ৩৩৩ ফোনে খাদ্য সহায়তা দেয়ার জন্য ১ লাখ টাকা বরাদ্দ আসে। সেই ১ লক্ষ টাকা দিয়ে পন্য সামগ্রী ক্রয় করে ১০০টি প্যাকেট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এরইমধ্যে একাধিক দুস্থরা ৩৩৩ তে ফোন দিয়ে খাদ্য সহায়তা চাইলে মাত্র ১০ প্যাকেট ত্রান সামগ্রী দেয়ার পর বাকি ৯০টি প্যাকেট তার গাড়ীর গ্যারেজের পাশে ১টি রুমে রেখে দেন। এসময় ত্রাণ সামগ্রী মজুদ থাকা সত্ত্বেও ৩৩৩ তে ফোন দিয়ে সহায়তা পাননি অনেকেই অভিযোগ করেন।

এদিকে, ইউএনওর হেফাজতে রাখা ত্রাণ সামগ্রীর প্যাকেট থেকে দুর্গন্ধ বের হলে প্যাকেট খুলে দেখা যায় আলু, পেয়াজ পঁচে গেছে বাকি পন্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি সংবাদ কর্মীদের নজরে আসলে বিভিন্ন গন্যমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হতে থাকে তখনি বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। সেই সুবাদে ইউএনওকে শোকজ করেন জেলা প্রশাসক।

এবিষয়ে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, এ ঘটনায় তাকে (ইউএনও) শোকজ এবং লিখিত প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।