English Version
আপডেট : ১৩ জুন, ২০২১ ১২:৫৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৪৮ ঘন্টা অবরোধ চলছে

অনলাইন ডেস্ক
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৪৮ ঘন্টা অবরোধ চলছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের উপর হামলার প্রতিবাদে ৪৮ ঘন্টা অবরোধ চলছে। 

অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে উপজেলার বসুরহাট সড়ক, চাপরাশিরহাট সড়ক, বাংলাবাজারসহ বিভিন্ন সড়কে অবরোধকারীরা সড়কে গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে। এছাড়াও সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাব অবস্থান নিয়েছে। র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সড়কগুলোতে টহল দিচ্ছে এবং সড়কে ফেলে রাখা গাছেরগুড়িসহ প্রতিবন্ধকতা  তুলে নিচ্ছে। এদিকে, মিজানুর বাদলের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিকেলে বসুরহাটে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাদল সমর্থিত উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জু বলেন, '৪৮ ঘন্টার অবরোধের মধ্যে দাবী মানা না হলে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে।'