English Version
আপডেট : ১৩ জুন, ২০২১ ১২:৩২

টেকনাফ থেকে আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
টেকনাফ থেকে আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে আজ রবিবার সকালে আরও এক রোহিঙ্গা কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফনদী সংলগ্ন ফুলেরডেইল চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'সকালে চরে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ একটি পরিবার ক্যাম্প থেকে গোপনে নৌকায় করে মায়ানমারে পার হওয়ার চেষ্টা করে। কিন্তু পথিমধ্যে নৌকাটি ডুবে যায়। মা ও দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন শিশুদের পিতা।'