English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৬:২৬

দিনাজপুরে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার

অনলাইন ডেস্ক
দিনাজপুরে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার

ঝড়ের কবলে পড়া দিনাজপুরে বিরল প্রজাতির ধুষর রংয়ের লক্ষী পেঁচা উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে সম্রাট নামে একজনের বাড়ীতে পাখিটি আছড়ে পড়ে। ঠিকমতো উড়তে পারে না। এসময় তাকে ধরে রাখা হয়। পরে বনবিভাগের কর্মকর্তাদের জানানো হয়। 

স্থানীয়রা জানায়, বুধবার ঝড়বৃষ্টিতে ফুলবাড়ীর কাঁটাবাড়ী গ্রামের বাসিন্দা সম্রাটের বাড়ির উঠানে আছরে পড়ে। এরপর অসুস্থ পেঁচাটির ওপর এক ঝাঁক কাকও আক্রমণ করে। সম্রাট দেখতে পেয়ে পেঁচাটিকে উদ্ধার করতে এগিয়ে গেলে, এসময় তিনিও কাকের আক্রমণের শিকার হন এবং পেঁচাটিকে উদ্ধার করেন।

পেঁচা উদ্ধারকারী সম্রাট বলেন, কাকের চেচামেচি শুনে এগিয়ে গিয়ে দেখি একটি অসুস্থ পেঁচাকে আক্রমণ করেছে এক ঝাঁক কাক। পেঁচাটি উদ্ধার করে খাঁচায় রেখেছি। বনবিভাগের কর্মকর্তাদের জানানো হয়।সামাজিক বনবিভাগ মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হাই বলেন, খাদ্য অভাবে হয়তো পেঁচাটি ফুলবাড়ী শহরে এসে ঝড়বৃষ্টির শিকার হয়েছে। বনবিভাগ থেকে লোক পাঠানো হয়েছে পেঁচাটি উদ্ধার করতে। পেঁচাটি উদ্ধার করে অসুস্থ্য হলে তাকে চিকিৎসা দেওয়া হবে এবং সুস্থ্ হলে অবমুক্ত করা হবে।