English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৬:১৮

বাঘের আক্রমণে লোকালয়ে সুন্দরবনের হরিণ

অনলাইন ডেস্ক
বাঘের আক্রমণে লোকালয়ে সুন্দরবনের হরিণ

সুন্দরবন থেকে বাঘের আক্রমণ শিকার একটি মায়া হরিন লোকালয় থেকে উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারি বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে হরিণ উদ্ধার করা হয়।

বাঘের আক্রমনে আহত হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে চিৎকিসা দেয়া হয়। পরে বেলা ১১টার দিকে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন গহিন বনে হরিণটি অবমুক্ত করা হয়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক বলেন, বেশ কিছুদিন আগে বাঘের আক্রমনে গুরুত্বর আহত হয় হরিণটি। জীবন বাঁচাতে নদী সাতরে লোকালয়ে চলে আসে। সুন্দরবনের ওয়াইল্ডটিমের সহযোগীতায় আমরা হরিণটি উদ্ধার করি। হরিণটির দেহে বিভিন্ন স্থানে ক্ষতের দাঁগ ছাড়াও অনেক স্থানে পোকায় ধরেছে। চিকিৎসা ও ঔষুধ প্রয়োগ করে আমরা হরিণটিকে আবারও সুন্দরবনে অবমুক্ত করে দিয়েছি।