English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৬:০৪

ধারণক্ষমতার বাইরে খুলনায় হাসপাতালে করোনা রোগী ভর্তি, নতুন রোগী ভর্তি বন্ধ

অনলাইন ডেস্ক
ধারণক্ষমতার বাইরে খুলনায় হাসপাতালে করোনা রোগী ভর্তি, নতুন রোগী ভর্তি বন্ধ

খুলনায় ডেডিকেটেড করোনা হাসপাতালে ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি হওয়ায় নতুন করে রোগী ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার । তাই আপাতত নতুন করে রোগী ভর্তি নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করে রঞ্জন হালদার জানান, নতুন বেড খালি না হওয়া পর্যন্ত রোগী ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ। বেড খালি সাপেক্ষে রোগী ভর্তি নেওয়া হবে।

তিনি আরও জানান, হাসপাতালে ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি রয়েছে। বাধ্য হয়ে রোগীদের ফ্লোরে রাখতে হচ্ছে। বেড খালি না হলে রোগী ভর্তি নেওয়া সম্ভব নয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, হাসপাতালে শয্যার চেয়ে বেশি রোগীর চাপ বেড়েছে। এর আগে কখনো এত সংখ্যক রোগী ভর্তি হয়নি। ফলে রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। আগামীকাল জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা আছে। সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেলা ও মহানগরীতে নতুন করে ১২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৪১২ জনের নমুনা পরীক্ষায় এ শনাক্ত হয়। খুলনায় মোট নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২৯ শতাংশ।