English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৫:৫৭

সখীপুরে কাদেরিয়া বাহিনীর শপথ দিবসে আলোচনা সভা

অনলাইন ডেস্ক
সখীপুরে কাদেরিয়া বাহিনীর শপথ দিবসে আলোচনা সভা

মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর শপথ দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শপথ স্তম্ভের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার চিত্রা শিকারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের সবাইকে এ দিবসের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য করেন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানা অফিসার ইনচার্জ এ কে সাইদুল হক ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও গনি, বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন, বহেড়াতৈল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফেরদৌস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ  সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি হারুন আজাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ প্রমুখ আলোচনায় অংশ নেয়।