English Version
আপডেট : ৯ জুন, ২০২১ ১৬:২৪

গাড়ির ধাক্কায় ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু

অনলাইন ডেস্ক
গাড়ির ধাক্কায় ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী মোড়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোস্তফা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মোস্তফা খাতুন ডবলমুরিং থানার হাজিপাড়া জালাল কমিশনার লেইনের আবু তাহেরের স্ত্রী। 

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চৌমুহনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ূয়া।

তিনি বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মোস্তফা খাতুন নামের এক বৃদ্ধা। উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।