English Version
আপডেট : ৯ জুন, ২০২১ ১৬:০২

বগুড়ায় মাদক নির্মূলে শতাধিক নারী-পুরুষের মানববন্ধন

অনলাইন ডেস্ক
বগুড়ায় মাদক নির্মূলে শতাধিক নারী-পুরুষের মানববন্ধন

মাদক সমাজের ক্যান্সার, তাই মাদক নির্মূলে ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়া ও চকলোকমান উত্তরপাড়ার নানা বয়সের শতাধিক বাসিন্দা। বুধবার বেলা সাড়ে ১১টায় মাদক ও সন্ত্রাস নির্মূল কমিটির উদ্যোগে মানববন্ধন হয়।

মাদক ও সন্ত্রাস নির্মূল কমিটির আহ্বায়ক খায়রুল ইসলাম মুক্তির সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম সুলতান আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মীরা, শাজাহানপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলী ইমাম ইনোকী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা বারবার পুলিশের কাছে ধরা পড়ছে। ওই মাদক ব্যবসায়ীরা আবার জামিনে বের হয়ে এসে পুনরায় এলাকায় মাদকের ব্যবসা করে যাচ্ছে। মাদকের কারণে এলাকার কোমলমতি ছেলেরা ধীরেধীরে মাদকের দিকে ধাবিত হচ্ছে। বক্তারা আরও বলেন, অতিদ্রুত এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর মাদক ব্যবসা করতে না পারে।

মানববন্ধনে প্রভাষক আব্দুল মান্নানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাদক ও সন্ত্রাস নির্মূল কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান সঞ্চয়, মাহবুব আলম জিয়ান, সদস্য হাফিজুল ইসলাম তরুণ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মতিয়ার রহমান বাবলু, মালতিনগর দক্ষিণপাড়া ও চকলোকমান উত্তর পাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আরিফুজ্জামান আরজু।