English Version
আপডেট : ৯ জুন, ২০২১ ১৫:৫৩

ভৈরবে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
ভৈরবে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব থেকে দীপু (২৬) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্ত থেকে তার লাশ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ।

দীপু বাজিতপুর পৌরসভার দড়িকান্দি এলাকার রঙ্গু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক সেতুর পাশে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার পকেটে ৫২ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। আশুগঞ্জ ও ভৈরবসহ বিভিন্ন এলাকায় পাইকারিভাবে মাছ সরবরাহ করতেন বলে জানা গেছে। ভৈরব থানার ওসি জানান, হত্যার মোটিভ এখনও জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।