English Version
আপডেট : ৯ জুন, ২০২১ ১৫:৪৯

মাগুরায় তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
মাগুরায় তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন

মাগুরায় তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও করোনা দুর্যোগে দরিদ্রদের জন্য বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে জেলা বাসদ মানববন্ধন ও সমাবেশ করেছে। বুধবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, জেলা বাসদ নেতা ভবতোষ বিশ্বাস জয় ও মোহাম্মদ হাসিব প্রমুখ।

বক্তারা তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, করোনা দুর্যোগে ৪২ শতাংশ দরিদ্রদের জন্য নগদ সহায়তার জন্য বাজেটের সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং বাজার সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।