English Version
আপডেট : ৯ জুন, ২০২১ ১১:০৮

ট্রেন দেখে বাঁচতে গিয়ে সেতু থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু

অনলাইন ডেস্ক
ট্রেন দেখে বাঁচতে গিয়ে সেতু থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন দেখে জীবন বাঁচাতে সেতুর নিচে ঝাঁপ দিলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫৫) মর্মান্তিক মুত্যু হয়েছে। আশুগঞ্জ উপজেলা আড়াইসিধা এলাকার কুরেরপাড় রেল সেতুর উপর গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, 'গতকাল সন্ধ্যায় কুরেরপাড় রেল সেতু পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ছুটে এলে অজ্ঞাত এক ব্যক্তি ঝাঁপ দিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলে থাকা কয়েকজন যুবক পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, 'নিহতের মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।'আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, 'এখনো পর্যন্ত নিহতের পরিচয় পায়নি। এ বিষয়ে ভৈরব রেলওয়ে পুলিশকে জানিয়েছি।'