English Version
আপডেট : ৮ জুন, ২০২১ ১৬:১৪

রেলসেবা চালুর দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

অনলাইন ডেস্ক
রেলসেবা চালুর দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের রেল সেবা দ্রুত চালুর দাবীতে মানববন্ধন করেছে জেলা ওয়ার্কার্স পার্টি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে ও জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা যুব মৈত্রীর আহ্বায়ক কমরেড অ্যাড. মো. নাসির মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা আগামী ২০ জুনের মধ্যে রেলসেবা চালু না করলে জেলার সর্বস্তরের জনগণকে নিয়ে রেল পথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনসহ সরকারি বিভিন্ন স্থাপনা। এরপর থেকে ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনে যাত্রীসেবা বন্ধ রয়েছে।