English Version
আপডেট : ৮ জুন, ২০২১ ১৬:১১

নোয়াখালীতে করোনায় আক্রান্তদের খাদ্য-অক্সিজেন পৌঁছে দেবে স্বেচ্ছাসেবক

অনলাইন ডেস্ক
নোয়াখালীতে করোনায় আক্রান্তদের খাদ্য-অক্সিজেন পৌঁছে দেবে স্বেচ্ছাসেবক

৯টি টিমের প্রায় দেড়শ স্বেচ্ছাসেবক সকল সামগ্রী পৌঁছে দেবে। এতে করে ভবিষ্যতে সংক্রমণ ছড়ানো রোধ হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নোয়াখালী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম ছিদ্দিকী রাজু, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা সুলতানাসহ অনেকে। উল্লেখ্য, আশংকাজনক হারে নোয়াখালীতে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তবে সোমবারের তুলানায় আজ মঙ্গলবার আক্রান্তের হার কিছুটা কম ছিল। করোনা সংক্রমণ রোধে গত ৫ জুন থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে বিশেষ লকডাউন চলছে। যা চলবে আগামী ১১ জুন রাত ১২টা পর্যন্ত।