English Version
আপডেট : ৮ জুন, ২০২১ ১৫:৫১

টেকনাফে ইয়াবাসহ পিকআপ জব্দ, আটক ১

অনলাইন ডেস্ক
টেকনাফে ইয়াবাসহ পিকআপ জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফের কেরুনতলী এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে ১৪ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় মাদকপাচারে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।আটককৃত ওই ব্যক্তি হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে মুক্তার আহমদ (৩৫)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আমিরুল হক গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম আমিনুল সাজ্জাদের নেতৃত্বে কোস্টগার্ডের একটি টিম বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে একটি ছোট পিকআপ গাড়ি পালিয়া যাওয়ার চেষ্টা করে। পিকআপটি ধাওয়া করে স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে তা আটক করা হয়।

পরে গাড়িটি তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে লুকিয়ে রাখা ১৪ হাজার ইয়াবাসহ চালক মুক্তার আহমদকে আটক করা হয়। ওই সময় মাদকপাচারে ব্যবহৃত ছোট পিকআপটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত পিকআপটি ও ইয়াবাসহ আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।