English Version
আপডেট : ৮ জুন, ২০২১ ১৫:৪৯

নাটোরে মাস্ক না পরায় জরিমানা

অনলাইন ডেস্ক
নাটোরে মাস্ক না পরায় জরিমানা

নাটোরে মাস্ক না পরায় বিভিন্ন পথচারী এবং দোকানদারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে শহরের স্বাধীনতা চত্বর থেকে নিচাবাজার পর্যন্ত দুপুর ১২টার মধ্যে ২১ জনকে ৬ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান।সম্প্রতি গত এক সপ্তাহে করোনার সংক্রমনের হার ঊর্ধ্বমুখী থাকায় ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর পৌরসভা এবং সিংড়া পৌরসভায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। 

এরই অংশ হিসেবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিত করতেই এই অভিযান বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরও জানান, করোনার সংক্রমণ না কমা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।