English Version
আপডেট : ৮ জুন, ২০২১ ১৫:৩৩

কুমিল্লায় কোল্ড স্টোরেজ ধসে মারা গেল আটটি গরু

অনলাইন ডেস্ক
কুমিল্লায় কোল্ড স্টোরেজ ধসে মারা গেল আটটি গরু

কুমিল্লার বুড়িচং উপজেলায় কোল্ড স্টোরেজ ধসে পড়ে আটটি গরু মারা গেছে। 

উপজেলার কাবিলা বাজারে মঙ্গলবার এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত কোল্ড স্টোরেজটি সকাল ৬ টার দিকে ধসে পড়ে। এতে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে পাশে একটি গরুর খামারের সাতটি গরু মারা যায়, একটি জবাই করা হয়। কোল্ড স্টোরেজের ভাড়াটিয়া ফরহাদ হোসেন জানান, স্টোরেজটির পাশে তার মালিকানাধীন সিয়াম ডেইরি ফার্মে ৫৯ টি বাছুর, ১২ টি ষাঁড় মিলিয়ে ৭১ টি গরু ছিলো। যার মধ্যে ভবন ধসে সাতটি মারা যায়, একটিকে জবাই করি।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শারফুল হাসান ভুইয়া জানান, সকাল ৭ টায় ঘটনাস্থলে উপস্থিত হই। মোট পাঁচটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। এ সময় ধসে পড়া ভবনের দেয়াল কেটে ৭১ টি গরু উদ্ধার করি। যার মধ্যে ৭ টি গরু ঘটনাস্থলে মারা যায়। আহত একটি একটি গরুকে জবাই করা হয়।  সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত উদ্ধার কাজ চলে।