English Version
আপডেট : ৮ জুন, ২০২১ ১৫:৩১

রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন আরপিএমপির সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) মো: ফারুক আহমেদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল গোয়েন্দা বিভাগ গত সোমবার বিকেলে নগরীর পরশুরাম থানার ৪ নং ওয়ার্ডস্থ ধাপ সর্দার পাড়া থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মাহামাদুল হাসান চঞ্চল (৩২), মোঃ আজিজুল ইসলাম (৩৩) ও  মোঃ রুবেল (৩২)।  

গ্রেফতারকৃত বিরুদ্ধে পরশুরাম থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।