English Version
আপডেট : ৮ জুন, ২০২১ ১২:১৩

যুক্তরাষ্ট্রের উদ্দেশে কোম্পানীগঞ্জ ছেড়েছেন কাদের মির্জা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের উদ্দেশে কোম্পানীগঞ্জ ছেড়েছেন কাদের মির্জা

যুক্তরাষ্ট্রের উদ্দেশে কোম্পানীগঞ্জ থেকে মঙ্গলবার সকালে ঢাকার পথে যাত্রা করেছেন বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। মা-বাবার কবর জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

বুধবার ভোর ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করবেন। 

আগামী ২৩ জুন চিকিৎসা শেষে তার দেশে ফেরার কথা রয়েছে। এসময় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক।