English Version
আপডেট : ৮ জুন, ২০২১ ১১:০১

বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমে দুই দফায় টোল আদায় বন্ধ

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমে দুই দফায় টোল আদায় বন্ধ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় মধ্যরাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও সকালে সিরাজগঞ্জের সেতু পশ্চিমের টোল আদায় বন্ধ ছিল। এতে সেতু পূর্বপাড় থেকে টাঙ্গাইলের রাবনা বাইসপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়কজুড়ে থেমে থেমে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

সরেজমিনে মঙ্গলবার ভোর সকালে মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতু পূর্ব, জোকারচর, হাতিয়া, সল্লা, এলেঙ্গা ও রাবনা বাইসপাস এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ ও দীর্ঘ লাইনের চিত্র দেখা যায়। ফ‌লে রাত থে‌কে ভোগা‌ন্তি‌তে পড়ে‌ন যাত্রী ও চালকরা।

এ ছাড়াও উত্তরবঙ্গ থেকে আসা ঢাকামু‌খী কাঁচামাল পরিবহনগুলো বে‌শি বিপাকে পড়েছে। শুধু তাই, ঢাকা ও উত্তরবঙ্গগামী যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েন। তবে যানবাহন চলাচল স্বাভা‌বিক কর‌তে হাইও‌য়ে পুলিশের পাশাপা‌শি সং‌শ্লিষ্ট থানা পু‌লি‌শের সদস্যরা কাজ কর‌ছেন।

পুলিশ ও চালকরা জানায়, গতকাল সোমবার সন্ধা থেকে বৃষ্টি কারণে মহাসড়কে গাড়ি ধীরগতিতে চলাচল করায় গাড়ির চাপ বেড়ে যায়। অন্যদিকে, সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আধাঘন্টা টোল আদায় বন্ধ ছিলো।

বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর থে‌কেই মহাসড়‌কে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে বঙ্গবন্ধু সেতুতে রা‌তে পূূর্ব টোল প্লাজায় এবং সকা‌লে পশ্চিম পা‌ড়ে টোল আদায় বন্ধ ছিল। ফলে সেতু পূর্বপাড়ে মহাসড়কে ভোর রাত থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সিরাজগঞ্জ অংশে মহাসড়‌কে যানজটের কারণে সেতু উভয়পাড়ে দুই দফায় টোল আদায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। যার ফলে সেতু পূর্বপাড়ে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করে। পুলিশ যানযট নিরসনে কাজ করছে। তিনি জানান, বেলা বাড়ার সাথে সাথে চলাচল স্বাভাবিক হয়।