English Version
আপডেট : ৭ জুন, ২০২১ ১৩:২৮

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃষ্ণা আক্তার (৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষ্ণা উপজেলার গোপায়া গ্রামের আব্দুল সালামের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সকালে ঘরে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে এ সময় অসতর্কতায় বিদ্যুতিক তারের মধ্যে হাত দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ দেবাশীষ দাশ।