English Version
আপডেট : ৫ জুন, ২০২১ ১৭:০০

গভীর রাতে ফোন পেয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় পুলিশ

অনলাইন ডেস্ক
গভীর রাতে ফোন পেয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় পুলিশ

গভীর রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় রূপালী ব্যাংকের সাবেক রিজিওনাল ম্যানেজার জয়নাল আবেদীনের। তখন বাসায় কোনো পুরুষ ছিলেন না। রাত গভীর হওয়ায় অক্সিজেনের দোকান ছিল বন্ধ। এমন সংকটময় পরিস্থিতি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা পুলিশকে ফোন করেন ঢাকায় থাকা সন্তান। ফোন পেয়ে দ্রুততার সাথে অক্সিজেন পৌঁছে দেয় পুলিশ। দ্রুততার সাথে অক্সিজেন পাওয়ায় জীবন রক্ষা পায় সাবেক এ ব্যাংক কর্মকর্তার। 

শুক্রবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানাধীণ আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ডবলমুরিং থানায় ওসি মোহাম্মদ মহসিন বলেন, শুক্রবার গভীর রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় সাবেক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের। তার সন্তানরা থাকেন ঢাকায়। রাত গভীর হওয়ায় অক্সিজেনের দোকানও ছিল বন্ধ। এমন সময় ফোন পেয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় হাজির হয় পুলিশ। দ্রুততার সাথে অক্সিজেন পাওয়ায় জীবন রক্ষা হয় সাবেক এ ব্যাংক কর্মকর্তার। বর্তমানে ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগরের ১৬ থানায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ফোন করলে পুলিশ নিজেই বাসায় অক্সিজেন পৌঁছে দিচ্ছে।