English Version
আপডেট : ৫ জুন, ২০২১ ১৬:৩৯

ভালুকায় পরিবেশ দিবসে বাপা’র র‌্যালি ও মানববন্ধন

অনলাইন ডেস্ক
ভালুকায় পরিবেশ দিবসে বাপা’র র‌্যালি ও মানববন্ধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভালুকার বনভূমি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র পুনরুদ্ধার শিল্প বর্জ্য দূষণ ও দখলের হাত থেকে খীরু নদীকে পূর্বের রূপে ফিরিয়ে দাও এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (৫ জুন) সকাল ১১টায় ভালুকা প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে বাস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র ভালুকা আঞ্চলিক শাখার আহ্বায়ক সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জজ, সদস্য সচিব সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, অ্যাপোলো ইনস্টিটিউটের অধ্যক্ষ এ আর শামছুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাদিকুর রহমান তালুকদার, বিরুনিয়া কলেজের অধ্যক্ষ হোসনে আরা, আসাদুজ্জামান সুমন প্রমূখ।