English Version
আপডেট : ৫ জুন, ২০২১ ১৬:২৮

নালিতাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী

অনলাইন ডেস্ক
নালিতাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর এর আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) দুপুরে ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় (এলডিডিপি)পরিষদ চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা উম্মল আরা মুন্নি। অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর কবীর, কৃষি সস্প্রসারণ কর্মকর্তা মো.ওয়াসিক রহমান, সাংবাদিক এম এ হাকাম হীরা ও পল্ট্রি ডিলার এসোসিয়েশর সভাপতি মো.দেলোয়ার হোসেন প্রমুখ। এই প্রদর্শনীতে ৪০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শন করা হয়।