English Version
আপডেট : ৫ জুন, ২০২১ ১৫:০৪

কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে চারদিন ধরে নিখোঁজ ছাত্রী

অনলাইন ডেস্ক
কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে চারদিন ধরে নিখোঁজ ছাত্রী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে নুপুর বসু (১৮) নামে এক কলেজশিক্ষার্থী নিখোঁজের চারদিন পার হলেও ওই ছাত্রীর সন্ধান মেলেনি। তিনি বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয় গ্রামের অসিম বসুর মেয়ে। 

এ ঘটনায় গত ২ জুন কলেজ ছাত্রীর চাচা অশোক বসু (৪২) বাদী হয়ে বোয়ালমারী থানায় অপহরণের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ৭৭। 

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার হাসামদিয়ার নিজবাড়ি থেকে নুপুর বসু গত ২ জুন সকাল সাড়ে ৯টার দিকে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বের হন। দুপুর ১টা পার হয়ে যাওয়ার পরও নুপুর বাড়ি না ফেরায় তার মোবাইল ফোনে পরিবার থেকে কল করলে ফোনটি তিনি রিসিভ করেননি। কিছুক্ষণ পরই কলেজছাত্রীর ফোনটি বন্ধ পেয়ে দুপুর ২টার দিকে নুপুরের সন্ধানে বের হন পরিবারের লোকজন। 

নুপুরের সন্ধানে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সামনে পৌঁছলে স্থানীয় সূত্রে তারা জানতে পারেন, বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তা নামক স্থান থেকে তাকে অটোযোগে চার যুবক জোরপূর্বক তুলে নিয়ে গেছে। তারপর থেকে নুপুরের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবীর কাছে খোঁজাখুঁজি করলেও তার কোনো আজ শনিবার পর্যন্ত সন্ধান মেলেনি।

এ ব্যাপারে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ বলেন, ওই ছাত্রী কলেজে অ্যাসাইনমেন্ট বা খাতা জমা দিতে কলেজে আসেনি। রেজিস্টার দেখে জানতে পারলাম সে কোনো অ্যাসাইনমেন্ট কলেজে জমা দেয়নি। 

আজ শনিবার সকালে কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় জিডির বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, কলেজছাত্রীকে উদ্ধারের জোর চেষ্টায় পুলিশ তৎপর রয়েছে।