English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪৪

নাগেরপাড়ায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

অনলাইন ডেস্ক
নাগেরপাড়ায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

শরীয়তপুরের গোসাইরহাটে জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে ছেলে। গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে আব্দুল মালেক (৪০) কে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ সূত্র‌ে জানা যায়, লক্ষীপুর গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিন খাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৬০) মাগরিব নামাজ শেষে চা তৈরি করার জন্য রান্না ঘরে যাওয়ার সময় তার মেঝ ছেলে আব্দুল মালেক তাকে কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়। পরে স্বজনরা গোসাইরহাট হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী জানান, জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় নিহতের অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।