English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৩৮

কালিয়াকৈরে প্রতিবন্ধীদের টাকা আত্মসাতকারীর বিচার দাবি

অনলাইন ডেস্ক
কালিয়াকৈরে প্রতিবন্ধীদের টাকা আত্মসাতকারীর বিচার দাবি

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা আশার আলো প্রতিবন্ধী সমিতির টাকা আত্মসাতকারীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। থানার সামনে শনিবার দুপুরে পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাউন্সিলর আবুল কাশেমের বিরুদ্ধে এ মানববন্ধন হয়। এ মানবন্ধনে অংশগ্রহণ করেন প্রতিবন্ধী সমিতির শতাধিক সদস্য।   

আশার আলো প্রতিবন্ধী সমিতির সভাপতি শহিদুর রহমান ভূইয়া মানববন্ধনে জানান, আমাদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি টিনসেড ঘর ছিল। রাস্তা প্রসস্থকরণের কারণে সেই ঘরটি ভাঙ্গা পড়ে। পরে ক্ষতিপূরণ হিসাবে সড়ক কর্তৃপক্ষ আমাদের ৪ লাখ ৬৩ হাজার টাকা দেন। সেই টাকা কাশেম কমিশনার আত্মসাত করেন। আমরা এর বিচার চাই।