English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৫২

পাগলা কুকুর এক রাতে ১৩ জনকে কামড়াল, এলাকায় আতঙ্ক

অনলাইন ডেস্ক
পাগলা কুকুর এক রাতে ১৩ জনকে কামড়াল, এলাকায় আতঙ্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭টি পাগলা কুকুরের কামড়ে এক শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকায় কুকুরগুলো হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপরই কামড়ানো শুরু করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী কেউ কেউ রাজধানীর মহাখালীতে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ ডাক্তারের পরামর্শ নিয়ে ইঞ্জেকশন নিচ্ছেন।  ভুক্তভোগী আবদুল লতিফের ছেলে বাবলু জানান, আমার বাবা বাইরে হাঁটতে বের হয়েছিলেন। হঠাৎ কুকুর এসে তার পায়ে কামড় দেয়। ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

এদিকে ভুক্তভোগী আল-আমীন জানান, আমি রাতের বেলা বাসায় যাচ্ছিলাম। তখন পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইঞ্জেকশন নিয়েছি।

এ বিষয়ে ডাক্তার ফরহাদ হোসাইন জানান, কুকুরের কামড়ে আহতদের রেবিক্স ডিসি ইঞ্জেকশন দিতে হয়। একমাসে মোট ৫ ডোজ ইঞ্জেকশন দিতে হবে। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি বৃহস্পতিবার সকালে অফিসে গিয়ে বিষয়টি দেখছি।