English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৫১

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ

অনলাইন ডেস্ক
ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ

ঝালকাঠিতে ৪ নং পালবাড়ি পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাম্ভব্য কাউন্সিল প্রার্থী আজাদ রহমানকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় রিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। রাত ৯টার দিকে আরদ্দার পট্টি এলাকার হরিসভা মন্দির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর থানায় আনে।  

এ বিষয়ে সদর থানার ডিউটি অফিসার এএসআই সঞ্জয় বলেন, আজাদ রহমানকে থানায় আনা হলে মৌখিক অভিযোগ শুনে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ  লিখিত অভিযোগ করেনি।