English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৫০

কোম্পানীগঞ্জে পাঁচ দফা দাবী আদায়ে আগামীকাল মির্জা কাদেরের আধাবেলা হরতাল কর্মসূচী

অনলাইন ডেস্ক
কোম্পানীগঞ্জে পাঁচ দফা দাবী আদায়ে আগামীকাল মির্জা কাদেরের আধাবেলা হরতাল কর্মসূচী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পাঁচ দফা দাবী আদায়ে আগামীকাল বৃহস্পতিবার আধাবেলা হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।   বুধবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় বসুরহাট পৌরসভার মেয়র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি বন্ধ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি ও পরিদর্শক (তদন্ত) প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সোনালী ব্যাংক কর্মকর্তা ফখরুল ইসলাম রাহাত ও চরকাঁকড়া ইউনিয়নের ফখরুল ইসলাম সবুজ সহ দলীয় কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের দাবিতে এ হরতাল কর্মসূচির ঘোষণা করেন তিনি।   এর আগে একই দাবীতে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে  নেতাকর্মীদের সাথে নিয়ে অবস্থান ধর্মঘট, থানা ঘেরাও ও হরতাল পালন করা হয়। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র বসুরহাট বাজারের সাথে সংযুক্ত সকল সড়কে গাছের গুড়ি ফেলে, বাস-ট্রাক আড়াআড়ি রেখে ও টায়ার জ্বালিয়ে হরতাল পালন করে সমর্থকরা।   সংবাদ সম্মেলনে কাদের মির্জা বলেন, সত্য কথা বলতে গিয়ে আজ অর্থলোভে অনেকেই আমার থেকে সরে পড়ছে। আমার পরিবারকে রাজাকার আখ্যায়িত করায় এ বিচার না পাওয়া পর্যন্ত আমার সাথে কেউ থাক না থাক আমার আন্দোলন অব্যাহত থাকবে। কেউ সাথে না থাকলেও আল্লাহ আমার সাথে আছেন। অন্যায়ের কাছে আমি কখনও মাথা নত করবো না।   খাবার হোটেল, মুদি-সবজি-মাছ বাজার, ঔষধ দোকান, ক্লিনিক-হাসপাতাল, এ্যাম্বুলেন্স, সংবাদকর্মীর যানবাহন হরতালের আওতার বাহিরে থাকবে।

দ্য ঢাকা পোস্ট /বুরহান উদ্দিন মুজাক্কির