English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:০৯

কোম্পানীগঞ্জে নতুন কর্মসূচি ঘোষণা আজকের হরতাল প্রত্যাহার

বুরহান উদ্দিন মুজাক্কির নোয়াখালী প্রতিনিধি
কোম্পানীগঞ্জে নতুন কর্মসূচি ঘোষণা আজকের হরতাল প্রত্যাহার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মঙ্গলবার (১৬ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে চলা থানা ঘেরাও, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ বুধবার (১৭ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রত্যাহার করে নিলেন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা। 

নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি বন্ধ, নোয়াখালীর ডিসি, এসপি এবং কোম্পানীগঞ্জের ওসি ও ওসি তদন্তসহ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে থানার সামনে নিজে নেতৃত্ব দিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে এ অবস্থান ধর্মঘট পালন করেন।

এসময় কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সোনালী ব্যাংকের কর্মকর্তা ফখরুল ইসলাম রাহাত ও চরকাঁকড়ার ফখরুল ইসলাম সবুজসহ তার অনুসারীদেরকে গ্রেপ্তারের দাবি করেন কাদের মির্জা।

এদিকে দাবি পূরণ না হলে আগামীকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল, এদিনও দাবি না মানলে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সকাল- সন্ধ্যা লাগাতার অবরোধের ডাক দিয়েছেন সারাদেশে আলোচিত এই মেয়র।