English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:০২

সরাইলে গাজাসহ এক মাদক পাচারকারী আটক

মোঃরিমন খান সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।।
সরাইলে গাজাসহ এক মাদক পাচারকারী আটক

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে নুরচান (৬৮)নামের এক মাদক পাচারকারীকে ১ কেজি গাঁজাসহ শরীরে পলিটিনের টেপ মোড়ানো অবস্থায় আটক করেছে খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সরাইল  বিশ্বরোড মোড়ে তাকে আটক করা হয়। আটক মাদক পাচারকারী কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চানপুর গ্রামের কুড়েরপাড় এলাকার মৃত তোফা চানের ছেলে নুরচান (৬৮)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  গাজী মোঃসাহাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোড মোড় থেকে নুরচান (৬৮)নামের এক মাদক পাচারকারীকে এসআই আব্দুর রাজ্জাক, এএসআই শওকত, এএসআই হাসান আলী, এএসআই গোরাঙ্গ সংগীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। এসময় মাদক পাচারকারী শরীরে পলিটিনের টেপ মোড়ানো অবস্থায় ১কেজি গাজা উদ্ধার করা হয়। 

আটককৃত আসামী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।