English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১০

ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক
ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যুবক এমরান সরদারকে (২১) জেলহাজতে প্রেরণ করেছে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি থানার উপপরিদর্শক মো. হযরত আলী শহরের পূর্ব চাদকাঠি ব্রাক মোড় এলাকা থেকে ধর্ষক এমরানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। 

এরআগে সকালে ঝালকাঠি থানায় নির্যাতিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক মোঃ হযরত আলী জানায়, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।        এ ব্যাপারে ঝালকাঠি থানার ওসি মোঃ খলিলুর রহমান জানায়, ভিকটিমের মায়ের লিখিত অভিযোগ পেয়েই মামলা রুজু করা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।