English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:০৮

কোটালীপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার উপহার

অনলাইন ডেস্ক
কোটালীপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার উপহার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপহার হিসেবে হুইল চেয়ার দেয়া হয়েছে। 

সোমবার উপজেলা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার উপহার দেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিদ্যারতন বিশ্বাস উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী বলেন, আমরা উপজেলার ১১টি বিদ্যালয়ের ১১জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ১১টি হুইল চেয়ার উপহার দিলাম। আগামীতে অন্য বিদ্যালয় গুলোতে যদি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভর্তি হয় তাহলে আমরা তাদেরকেও সরকারি ভাবে হুইল চেয়ারের ব্যবস্থা করবো।