English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:২৬

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা ও তার দুই সন্তানের নিহতের বিচার দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা ও তার দুই সন্তানের নিহতের বিচার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা ও তার দুই শিশু সন্তান নিহতের ঘটনার বিচার ও পাঁচদফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বাজার স্টেশন চত্বরে নিহত শিক্ষিকার সহকর্মীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে নিহতের স্বজন ও তার সহকর্মীরা অংশগ্রহণ করেন। 

এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকা ও তার দুই সন্তান নিহত হওয়ার ঘটনার সুষ্ঠ  তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। একই সাথে দিনের বেলায় শহরের মধ্যে ট্রাক ও বাসসহ ভারী যানবাহন চলাচল না করার দাবিও জানান। পরে তারা ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর প্রদান করেন।