English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:২৮

বরগুনায় শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
বরগুনায় শীতবস্ত্র বিতরণ

বরগুনায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে আজ জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা চত্তরে বেড়ীবাঁধের শীর্তাত এলাকাবাসী, তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করেন। 

এ সময় জেলা প্রশাসক মোঃ হাববিুর রহমান এই মহৎ উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, 'সমাজের অবহেলিত শীতার্ত মানুষের পাশে সকলে এগিয়ে এসে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অনুসরণীয়'। জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এছাড়াও ছিলেন জাগো নারীর নির্বাহী সদস্য সায়েরা খাতুন রুবীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

বরগুনার বদরখালী, মাঝেরচর,খাজুরতলা, তালতলী উপজেলার, গেন্ডামারা, বেতাগী সদর, ঝোপখালীসহ বিভিন্ন এলাকয় শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।