English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ ২২:১৯

গুরুদাসপুরে আড়াই কেজি গাঁজাসহ আটক ২

অনলাইন ডেস্ক
গুরুদাসপুরে আড়াই কেজি গাঁজাসহ আটক ২

গুরুদাসপুরে আড়াই কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এসবি সুপার ডিলাক্স গাড়িতে অভিযান চালিয়ে নেহারুল মন্ডল ও শিখা আক্তারকে আড়াই কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। 

তাদের বাড়ি কুষ্টিয়ায়। গুরুদাসপুর থানা ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে তাদের নাটোর কারাগারে প্রেরণ করা হয়।