English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ ২২:১৬

বগুড়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ভণ্ডুলের প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
বগুড়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ভণ্ডুলের প্রতিবাদে মানববন্ধন

বগুড়া সদর উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধারা (শুধু গেজেটভুক্ত) যাচাই-বাছাই ভণ্ডুল করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাদপড়া গেজেটভুক্ত মুক্তিযোদ্ধারা।

রবিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি থেকে অনতিবিলম্বে সদর উপজেলার বাদপড়া গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শেষ করার দাবি জানানো হয়।

বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধারা যথাক্রমে মাহমুদুস সোবহান মিন্নু, আখতারুজ্জামান, ইমারত হোসেন, হামিদুল ইসলাম বাদশা ও মুক্তিযোদ্ধা সন্তান মো. সুমাইয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। মানববন্ধন থেকে বক্তারা বলেন, আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে জামুকা কর্তৃক অনুমোদিত নিরপেক্ষ কমিটির অধীনে যাচাই-বাছাই না শুরু করলে যাচাইয়ের জন্য অপেক্ষায় থাকা ৯২ জন মুক্তিযোদ্ধা আমরণ অনশন শুরু করবে।

জানা যায়, শনিবার বগুড়া সদর উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১টায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক ৯২ জন মুক্তিযোদ্ধার যাছাই-বাছাই করার কার্যক্রম শুরু হয়। জামুকা কর্তৃক অনুমোদিত ওই কমিটির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, অপর দুই সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সদরুল আলম রন্জু ও এ এইচ এম কায় খসরু।

কিন্তু যাচাই-বাছাইকালে কয়েকজন মুক্তিযোদ্ধা কমিটির সদস্যদের নিয়ে প্রশ্ন তুলে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান অনুষ্ঠান থেকে চলে যান। পরে বাধার মুখে যাছাই-বাছাই বন্ধ হয়ে যায়।

বগুড়া সদর উপজেলার যাছাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের জানান, যাছাই-বাছাই অনুষ্ঠান ভণ্ডুলের বিষয়টি আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকে ই-মেইলে জানিয়ে বিচার দাবি করেছি।