English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:১৮

করোনার টিকা নিলেন লালমনিরহাট জেলা প্রশাসকসহ ১০৫ জন

অনলাইন ডেস্ক
করোনার টিকা নিলেন লালমনিরহাট জেলা প্রশাসকসহ ১০৫ জন

লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফরসহ ১০৫ জন করোনার টিকা গ্রহণ করেছেন। 

রবিবার বেলা ১২টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হয়।

সারাদেশের ন্যায় লালমনিরহাটে করোনার ভ্যাকসিন নেয়ার জন্য নিবন্ধিত ১৫৭৭ জনের মধ্যে ১০৫ জন টিকা গ্রহন করেন।  লালমনিরহাট সদর হাসপাতালের সিনিয়র নার্স চামেলি বেগম প্রথমে ভ্যাকসিন নেন। এরপর পর্যায়ক্রমে ভ্যাকসিন নেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর, হাসপাতালের তত্বাবধায়ক ডা. সিরাজুল হক, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, সদর ইউএনও উত্তম কুমার রায়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ অন্যান্যরা টিকা গ্রহণ করেন। 

এছাড়া আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার আরও ৫টি টিকা কেন্দ্রে এই টিকা প্রদান কার্যক্রম চলে। এর মধ্যে পুলিশ কর্মকর্তাদের ৩৪ জন সদস্য ও প্রশাসন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য ৭১ জনসহ জেলায় মোট ১০৫ জন করোনা টিকা নেন। এসময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম উপজেলায় প্রথম টিকা নেন।   লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, জনগণ যেন এই ভ্যাকসিন নিতে ভয় না পায় এজন্য প্রথম দিনে আমি নিজেই টিকা গ্রহণ করেছি। এই টিকার কোন পার্শপ্রতিক্রিয়া নাই বলেও জানান তিনি।