English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৫১

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ১৬টি কক্ষ পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ১৬টি কক্ষ পুড়ে ছাই

রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া একটি আবাসিক কলোনীতে অগ্নিকাণ্ডে ১৬টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই এলাকার কাউছার আলীর মালিকানাধীন একটি আবাসিক কলোনীর ভাড়াটিয়া পিয়ার আলীর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কক্ষ গুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসি আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ১৬টি কক্ষের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।