English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৫০

ভালুকায় ভ্যাকসিন নিয়ে কর্মসূচি উদ্বোধন করলেন এমপি ধনু

অনলাইন ডেস্ক
ভালুকায় ভ্যাকসিন নিয়ে কর্মসূচি উদ্বোধন করলেন এমপি ধনু

নিজে সবার আগে করোনার ভ্যাকসিন গ্রহণ করে কর্মসূচি উদ্বোধন করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভ্যাকসিন নেন তিনি।

সাংসদের পর টিকা নেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন প্রমুখ।

সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু বলেন, ‘কারোনার টিকা নিলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে এবং রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করা চেষ্টা করছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও প্রগতির রাজনীতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।’

ভালুকাবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি এ ভ্যাকসিন নেওয়ার পর নিয়ম অনুযায়ী আধাঘণ্টা অপেক্ষা করেছি। কোনো রকম সমস্যা অনুভব করিনি।’ এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা টিকা গ্রহণ করেন।