English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৪৭

ঝালকাঠিতে করোনার প্রথম ভ্যাকসিন নিলেন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
ঝালকাঠিতে করোনার প্রথম ভ্যাকসিন নিলেন জেলা প্রশাসক

ঝালকাঠিতে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সাংসদ ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।

জেলা প্রশাসক মো. জোহর আলী প্রথমে টিকা নেন। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালিসহ অগ্রাধিকার ভিত্তিতে রেজিস্ট্রেশনকৃতরা টিকা গ্রহণ করেন।

প্রথম দিনে সদর হাসপাতালের তিনটি বুথে ৪০ জনসহ জেলায় ৪টি কেন্দ্রের ১২টি বুথে মোট ১৩০ জনকে টিকা প্রদান করা হয়। প্রথম পর্যায়ে জেলায় মোট ১২ হাজার ডোজ টিকা পাওয়া। এখন পর্যন্ত ৭৫০ জন রেজিস্ট্রেশন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন রতন কুমার ঢালি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।