English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫৭

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৬

অনলাইন ডেস্ক
বগুড়ায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৬

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। গত রবিবার থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সোমবার রাতে বগুড়া সদর থানায় একটি মামলা হয়েছে। 

মৃতরা হলেন, রমজান আলী (৪০), সুমন রবিদাস (৩০), তার বাবা প্রেমনাথ (৭০) ও চাচা রামনাথ, পলাশ মিয়া (৩৫), সাজু (৫৫), মোজাহার আলী (৭৫), আব্দুল জলিল (৬৫), জুলফিকার রহমান (৫৫), আবুল কালাম (৫০), আব্দুর রহিম (৪২), আলমগীর (৪০), আব্দুর রাজ্জাক (৪২), মেহেদী হাসান (২৫), আব্দুল আহাদ (৩৮) এবং লাজু মিয়া (৩২)। নিহতরা বগুড়া সদর উপজেলায় তিনমাথা, কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকা এবং কাহালু, শাজাহানপুর ও সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা।

মদ বিক্রির বিষয়ে একটি মামলায় তিন জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিরা হলেন, খান হোমিও হলের মালিক শাহিনুর রহমান শাহীন, পারুল ও পুনম হোমিও হলের মালিক নুর আলম ও নুর নবী।

শাজাহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।