English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৫৩

এবার অটোপাসের দাবিতে রাস্তায় এসএসসি ২০২১ এর পরীক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
এবার অটোপাসের দাবিতে রাস্তায় এসএসসি ২০২১ এর পরীক্ষার্থীরা

এবার চলতি বছরের এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবিতে রাস্তায় নেমেছে পরীক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০২১ সালের এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন করেছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি (২০২১) পরীক্ষার্থীসহ শতাধিক শিক্ষার্থী গাজীপুর শহরে এ কর্মসূচি পালন করে ।   

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিশ^ব্যাপী মহামারি করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রায় ১১ মাস বন্ধ রয়েছে। এতে লেখাপড়ার ব্যাপক ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে ২০২০ সালের মতো আগামী ২০২১ সালের এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবি জানায়, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীরা।

এ দাবিতে মঙ্গলবার দুপুরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীরা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় এক ঘন্টা মানববন্ধন ও বিক্ষোভ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে অনুরূপ কর্মসূচি পালন করে। এসময় রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাঈদ ও খোকন এবং গাজীপুর শাহীন স্কুলের রাতুল ও নিপুন বক্তব্য রাখে।