English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৫১

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার ভোররাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে গতরাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত বাড়ায় কুয়াশার মাত্রা আরো বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে ভোর চারটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এতে মাঝ নদীতে অর্ধশতাধিক যানবাহন নিয়ে আটকা পড়ে চারটি ফেরি। এ ছাড়া উভয়পাড়ে আটকা পড়ে হাজারো যানবাহন। এতে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা দুর্ভোগে পড়েন। বিআইডব্লিটিসি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এজিএম মো. জিল্লুর রহমান জানান, সোমবার ভোর ৪টা থেকে বন্ধ রয়েছে সার্ভিস। কুয়াশার মাত্রা কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।