English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০২১ ১৫:৪০

সীমান্তে মাদক পরিবহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
সীমান্তে মাদক পরিবহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় মাদক পরিবহনের দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সাজাপ্রাপ্তরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের দিপক বাসপাই এর ছেলে শাওন (২৫) ও কিশোরগঞ্জের হাজিলগ গ্রামের লসমি বাসপাই এর ছেলে রাজু বাসপাই (২৬)।

বৃহস্পতিবার রাতে উপজেলা ভূমি কার্যালয়ে তাদের সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার ভূমি অমিত রায়।  লেংগুরা বিওপি’র নায়েক সুবেদার রহমত উল্লাহ কবির জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেংগুরা ইউনিয়নের চেংগ্নী গোপালবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় নয় বোতল মদসহ শাওন ও রাজু নামে দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে ওইদিন রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত ভারতীয় মদ আদালতের নির্দেশে ধ্বংস করে মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করার পর জেল হাজতে পাঠানো হয়েছে।